ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ভ্যান উল্টে সাবেক সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
নাটোরে ভ্যান উল্টে সাবেক সেনা সদস্য নিহত

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহী ভটভটির ধাক্কায় ভ্যান উল্টে শেখ শাহিন আলমগীর (৭০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।  

সোমবার (১৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার নলডাঙ্গা-শেরকোল সড়কের রায়সিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শেখ শাহিন জেলার সিংড়া উপজেলার উত্তর ঢাকঢোল গ্রামের বাসিন্দা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে শাহিন ভ্যানে করে নলডাঙ্গার দিকে আসছিলেন। পথে রায়সিংহপুর এলাকায় বিপরীত দিকে থেকে আসা গরুবাহী ভটভটির ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। এসময় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন শাহিন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।