ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘শয়তানের নিঃশ্বাস’ প্রতারক চক্রের সদস্য ইরানি নাগরিক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মে ১৬, ২০২৩
‘শয়তানের নিঃশ্বাস’ প্রতারক চক্রের সদস্য ইরানি নাগরিক রিমান্ডে ফাইল ছবি

যশোর: জেলায় ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ প্রতারক চক্রের প্রধান হোতা ইরানের তেহরান গহরদস্ত গ্রামের নাদেব মাহাবুবীর ছেলে খালেদ মাহবুবীবের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইসঙ্গে এ মামলার অপর তিন আসামি ইরানের তেহরানের লতিফ মাসুফির ছেলে ফারিবোরয মাসুফি, গোপালগঞ্জ জেলার ঘ্যানাসুর গ্রামরে সরোয়ার শেখের ছেলে খোরশেদ আলম ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবুর রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারে জালাল মোল্লার মার্কেটের শরিফুল ইসলামের মরিয়ম স্টোরের সামনে প্রাইভেটকার থামিয়ে নারিকেল তেল চান এ চক্রের সদস্যরা। এ সময় দোকান মালিক শরিফুলের বাবার সঙ্গে তাদের একজন হ্যান্ডশেক করার পরই বিদেশি ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যান তিনি। যা বলে তাই শুনতে থাকেন শরিফুলের বাবা। একপর্যায়ে দোকানে থাকা মোবাইল ব্যাংকিং-এর নগদ প্রায় ছয় লাখ টাকা নিয়ে চম্পট দেন প্রতারকরা।

এ ঘটনায় মামলা পর ডিবি পুলিশ এ চক্রের পাঁচ সদস্যকে আটক করে ও খোয়া যাওয়া টাকা এবং প্রতারণায় ব্যবহৃত প্রাইভেটকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় চার আসামির সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বিচারক একজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মে ১৬, ২০২৩
ইউজি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।