ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিউমার্কেট এলাকায় মাদক কারবারি ধরতে গিয়ে ছুরিকাহত পুলিশ সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, মে ১৬, ২০২৩
নিউমার্কেট এলাকায় মাদক কারবারি ধরতে গিয়ে ছুরিকাহত পুলিশ সদস্য

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে মাদক কারবারিদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম (৩৫)। সোমবার (১৫ মে) দিনগত রাতে এই ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরের দিকে আহত ওই পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এর আগে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছিল।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় মাদক কারবারিদের ধরতে গেলে সোহেল নামে এক মাদককারবারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নজরুল ইসলাম আহত হয়। তার হাতে বেশ কয়েকটি আঘাত লাগে।

তিনি আরও বলেন, রাতেই প্রথমে ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল নেওয়া হয়। পরে আজ (১৬ মে) দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসা দিয়ে আবার নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ইয়াবাসহ মাদককারবারি সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

বাঙলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।