ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টিনের চালে ২০ টাকা, তুলে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিক্ষার্থীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
টিনের চালে ২০ টাকা, তুলে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিক্ষার্থীর

ঢাকা: রাজধানীর জুরাইনে টিনের চাল থেকে ২০ টাকা তুলে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিফুর রহমান (১৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৭ মে) সকালের দিকে জুরাইন পোস্তগোলা বালুর মাঠ এলাকায় অবস্থিত জামিয়া এরাবিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

 

ওই ছাত্রকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত ছাত্র শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার মুজিবুর রহমানের ছেলে। বর্তমানে ওই মাদরাসায় পড়াশোনা করত এবং ওখানেই থাকতো।

মাদরাসার শিক্ষক ইয়াসিন আরাফাত জানান, মাদরাসাটি ৫তলা। তৃতীয়তলায় অন্যান্য ছাত্রদের সঙ্গে থাকত লতিফ। যে কোনোভাবে ২০ টাকার একটি নোট মাদরাসার পাশে টিনের চালে পড়ে যায়। সেই ২০ টাকার নোট আনতে গিয়েই টিনের চালের ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে হাসপাতালে মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।