ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক ঢাই মাছ সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মে ২১, ২০২৩
এক ঢাই মাছ সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৫ কেজি ওজনের ঢাই মাছ। মাছটি সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার ( ২১ মে) সকাল ৭ টার দিকে পদ্মা নদীর চর কর্ণসোনা এলাকা থেকে জেলে আনিসের জালে মাছটি ধরা পরে।

দৌলতদিয়া ঘাটের রওশন মোল্লার আড়তে প্রকাশ্য নিলামে মাছটি প্রতি কেজি ৩ হাজার টাকা দরে মোট ১৫ হাজারে কিনে নেন মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ জানান, ঢাই মাছটি প্রতি কেজি ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট সাড়ে ১৫ হাজারে কুষ্টিয়া জেলার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

উল্লেখ্য, ঢাই মাছের নাম আছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইউসিএন) লাল তালিকায়। এর বৈজ্ঞানিক নাম Silonia Silondia। শিলং নামেও পরিচিত মাছটি।

ক্যাটফিস জাতীয় আঁশবিহীন রুপালি রঙের মাছটি স্বাদু ও স্রোতস্বিনী নদীর একটি মাংসাসী মাছ। বিভিন্ন ক্ষুদ্র জীব যেমন– মলা, ঢেলা ও পুঁটি মাছ প্রভৃতি আহার হিসেবে গ্রহণ করে মাছটি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।