ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ২১, ২০২৩
মাদারীপুরে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ঘরের দরজা বাইরে থেকে আটকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (২১ মে) সকালে শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

এরআগে শনিবার (২০ মে) দিনগত গভীর রাতে শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বড়দেয়ালী গ্রামের শাহীন হাওলাদারের বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোয়ালী গ্রামের মো. শাহীন হাওলাদারের বসতঘরে গভীর রাতে বাইরে থেকে দরজার আটকে দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরে ১০ সদস্য ঘুমিয়ে ছিলেন।

তবে আগুন পুরোপুরি লাগার আগেই টের পেয়ে চেঁচামেচি শুরু করেন ঘরের সদস্যরা। পরে আশ পাশের প্রতিবেশিরা এসে বাইরে থেকে দরজা খুলে দিলে বেড়িয়ে আসেন ঘরে থাকা সদস্যরা। তবে আগুনে ঘরের লেপ-তোষক, দরজা, জানালাসহ আসবাবপত্র পুড়ে যায়।  

ভুক্তভোগী শাহীন হাওলাদার জানান, রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন টের পেয়ে ঘুম ভেঙে যায়। এসময় বুঝতে পারি বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ঘরের দরজা আটকে আগুন ধরিয়ে দেয়। ঘরের সবাইকে পুড়িয়ে মারা চেষ্টা করে দুর্বৃত্তরা!।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে শিবচর থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।