ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

২৮ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৫, জুলাই ১৪, ২০২৫
২৮ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৮ লাখ ৭২ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহম্মেদকে (৫২) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সিটিটিসি সূত্র জানিয়েছে, মোস্তাক আহম্মেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলায় আদালত থেকে এক বছরের কারাদণ্ড ও ২৮ লাখ টাকার ওপরে অর্থদণ্ড প্রদান করা হয়। তাকে গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

এজেডএস/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।