ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ধর্ম অবমাননার শাস্তি ফাঁসি রেখে আইন প্রণয়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, অক্টোবর ৬, ২০২৫
ধর্ম অবমাননার শাস্তি ফাঁসি রেখে আইন প্রণয়নের দাবি মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। ছবি: বাংলানিউজ

ঢাকা: পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একইসঙ্গে কোরআন শরিফ, হযরত মুহাম্মদ (সা.) ও ধর্মের অবমাননার জন্য রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার বিধান রেখে আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবিগুলো পেশ করা হয়।

মানববন্ধনে পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ‘কাঠামোগত ইসলাম বিদ্বেষ’ কাজ করছে।  

মুসলমানরা নিজেদের প্রাণের চেয়ে আল-কোরআন এবং হযরত মুহাম্মদকে (স.) বেশি ভালোবাসেন উল্লেখ করে অপূর্ব পালের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

অপূর্ব পালকে ‘মানসিক রোগী’ বলার বিষয়ে প্রশ্ন তুলে মুফতি রেজাউল করিম আবরার বলেন, এ বছর পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তাই যারা ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বহির্বিশ্বে ‘বাংলাদেশে মৌলবাদের উত্থান’ দেখাতে চায়, এই ঘটনার পেছনে তাদেরই হাত রয়েছে।

তিনি বলেন, পূজাকেন্দ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা নীলনকশা সবসময় থাকে।

মানববন্ধনে বক্তারা কোরআন অবমাননাকারীর সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বলেন, তাকে ফাঁসি দিতে হবে।  

তারা এও উল্লেখ করেন যে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনকে নিজের হাতে তুলে নিতে চান না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ কাশেমী। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ কাশেমীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ইএসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।