ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

সখিপুরে ইসমাইল হত্যা মামলার আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, মে ২২, ২০২৩
সখিপুরে ইসমাইল হত্যা মামলার আসামি আটক

ঢাকা: টাঙ্গাইলের সখিপুর উপজেলায় ইসমাইল হত্যা মামলার পলাতক আসামি রিপন মোল্লাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।  

তিনি আরও জানান, গত ১৪ মে টাঙ্গাইল জেলার সখিপুর থানায় ইসমাইল হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার অন্যতম আসামি রিপন মোল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

আটক রিপনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।