ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিধ্বস্ত বিমানটি যুদ্ধবিমান, ছিল প্রশিক্ষণ মিশনে: আইএসপিআর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, জুলাই ২২, ২০২৫
বিধ্বস্ত বিমানটি যুদ্ধবিমান, ছিল প্রশিক্ষণ মিশনে: আইএসপিআর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত উড়োজাহাজটি প্রশিক্ষণ বিমান নয়, যুদ্ধ বিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২২ জুলাই) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ছোট ব্যাখ্যার প্রয়োজন, কিছু কিছু গণমাধ্যম লিখছে সোমবার বিধ্বস্ত বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। বিনীত ভাবে আবারও জানাতে চাই, এটি ছিল যুদ্ধের উপযোগী একটি যুদ্ধবিমান, এটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।  

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।