ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিষখালী নদী থেকে জব্দের পর পোড়ানো হলো ২৬ নিষিদ্ধ জাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মে ২২, ২০২৩
বিষখালী নদী থেকে জব্দের পর পোড়ানো হলো ২৬ নিষিদ্ধ জাল

বরগুনা: বরগুনার বিষখালী নদী থেকে মাছ ধরার ২৬টি নিষিদ্ধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বিষখালী নদীর লতাবাড়িয়া ও তার আশপাশের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ফয়সাল আল নূর বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমানের নির্দেশে ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সহযোগিতায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো দাবিদারহীন ছোট ৫টি  ড্রাম, ১০টি দীর্ঘ আকৃতির কারেন্ট জাল ও নিষিদ্ধ ১৬টি বেহুন্দি ভাসান জাল জব্দ করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।