ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সনদ ছাড়াই চিকিৎসাসেবা, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, মে ২৭, ২০২৩
সনদ ছাড়াই চিকিৎসাসেবা, লাখ টাকা জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বিডিএস সনদ ছাড়াই দাঁতের চিকিৎসা দেওয়ায় ডেন্টাল কেয়ার পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ মে) দুপুরে পৌর শহরের ডাকবাংলো মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

এসময় তার সঙ্গে ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন মাহাবুব আলম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. কামরুজ্জামান জানান, প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান বিডিএস সনদ ছাড়াই সাধারণ মানুষকে দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন ভুক্তও নন। সেই কারণে প্রতিষ্ঠানটির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পাশাপাশি বিডিএস সনদপ্রাপ্ত এবং বিএমডিসি রেজিস্ট্রেশনভুক্ত না হওয়া পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ রাখবে মর্মে মেহেদী হাসান মুচলেকা দিয়েছেন।

মেহেদী পৌর শহরের নুনিয়াগাড়ি গ্রামের ডা. সায়াদ মিয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ২৭, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।