ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

 নেছারাবাদে বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ২৭, ২০২৩
 নেছারাবাদে বজ্রপাতে জেলের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আলিম শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার রাজবাড়ী আবাসনের সামনে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।

 

মৃত আলিম শেখ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী ব্যাসকাঠি আবাসনে থাকতেন। তিনি স্থানীয় ব্যাসকাঠি রাজবাড়ী আব্দুল মোজ্জামেল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ওই আবাসনে বসবাসরত লাবনি আক্তার বলেন, আকাশে মেঘ দেখার সঙ্গে সঙ্গে আমি নদীর চড়ে গরু আনতে গিয়েছিলাম। এসময় আলিম নদীতে গড়া পাততে গিয়েছিল। হঠাৎ আকাশ থেকে বিকট শব্দের সঙ্গে আলোর ঝলকানি আসে। এতে আলিম নদীতে পড়ে যায়। আমরা দৌড়ে গিয়ে সবাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনসূয়া হালদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ঘটনা শুনেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি বজ্রপাতে ওই জেলের মৃত্যু হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ২৭, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।