ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মার্কেট থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
নারায়ণগঞ্জে মার্কেট থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্মাণাধীন মার্কেট থেকে পড়ে আসাদুল (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় শহরের টানবাজার নাসিকের পদ্ম সিটি প্লাজা-২ মার্কেট থেকে পড়ে তার মৃত্যু হয়।

দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।  

নিহত আসাদুল রংপুরের মতিয়ুর রহমানের ছেলে এবং নারায়ণগঞ্জের মাসদাইর ঘোষের বাড়িতে বসবাস করত।  

নিহতের সহকর্মী আল আমিন বলেন, আমরা কাজ করার সময় সে হঠাৎ করে মাচা থেকে পড়ে যায় আসাদুল। এ সময় সে ঘটনাস্থলেই মারা যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।