ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ৩০, ২০২৩
মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষার দাবিতে মানববন্ধন

কুমিল্লা: নতুন প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা ও মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে গ্রামবাসীরা।  

জানা যায়, কুমিল্লার সীমান্তবর্তী উপজেলা বুড়িচংয়ে লড়িবাগ গ্রামে মাদক কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।

দিনরাত সমানতালে এ গ্রামে চলে মাদক পাচার। এদিকে ওই গ্রামে যারাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলে মাদক কারবারিরা তাদেরকে হয়রানি করেন।  

মঙ্গলবার (৩০ মে) লড়িবাগ গ্রামের নারী-পুরুষ এসন মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় পরবর্তী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে গ্রামবাসী মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানান।  

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ওই গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী আবদুল খালেক শাহীনকে প্রাণনাশের হুমকি দেয় মাদক কারবারিরা। এছাড়া শাহীন শহরে থাকলেও তার পরিত্যক্ত বাড়িতে মাদক রেখে অপপ্রচার চালানো হচ্ছে। শুধু শাহীনই নয়, মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বললেই গ্রামের মানুষদের প্রতিনিয়ত হামলা শিকার হতে হয়।
 
এ মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ইউপি সদস্য হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, লড়িবাগ স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম, হুমায়ুন সরদারসহ আরো অনেকে।

স্থানীয় অন্তত ৫০ জন বাসিন্দা জানান, ওই মাদক কারবারিরা হলেন- বুড়িচং থানার মাদক মামলার আসামি মো. আলম, মো. মনির হোসেন, মো. আলী জিসান, খোকন মিয়া, খসরু, সাইফুল, মো. গিয়াস উদ্দিন, মো. মানিক মিয়া, মো. হান্নান, মো. গিয়াস উদ্দিনসহ আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ৩০, ২০২৩

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।