ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় নিখোঁজ হওয়ার একদিন পর মিলল শিশুর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
মেঘনায় নিখোঁজ হওয়ার একদিন পর মিলল শিশুর মরদেহ 

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় নিখোঁজ হওয়ার একদিন পর রিতা মণি নামে দেড় বছরের এক শিশুর মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।  

বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রিতা উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার আসাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যার পর থেকে যমজ দুই বোনের মধ্যে রিতা মণিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে নদীর পাড়ে আনে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শিশু রিতার বলে শনাক্ত করেন।

নিহত শিশুর চাচা যুবলীগ নেতা নাসির উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আমার ভাতিজিকে খুঁজে পাচ্ছিলাম না। আজ সকালে মেঘনায় তার মরদেহ পাওয়া গেছে।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।