ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিসিক নির্বাচন: প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ২, ২০২৩
সিসিক নির্বাচন: প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ। এতদিন প্রার্থীরা নিভৃতে প্রচারণা চালালেও এবার সরাসরি প্রতীক হাতে নিয়ে নেমেছেন প্রচারণায়।

শুক্রবার (২ জুন) সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নিয়েছেন তাদের পছন্দের প্রতীক। এদিন সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। তাদের সবার মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। একই দিন তিনটি ধাপে সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন করছেন চারজন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগের মো.আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক (গোলাপফুল)।

এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) এবং মো. শাহজাহান মিয়া (বাস গাড়ি) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরের আনাচে কানাচে মাইকিং করে জানান দিতে শুরু করেছেন প্রার্থীরা।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে ১৩৬৭টি স্থায়ী ও ৯৫টি অস্থায়ী কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবার ৪২টি সাধারণ ওয়ার্ডে ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন। আর হিজড়া ভোটার হয়েছেন মাত্র ৬ জন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।