ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

আড়াইহাজার পৌর নির্বাচনে সিসিটিভি স্থাপনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৪০ পিএম, জুন ৪, ২০২৩
আড়াইহাজার পৌর নির্বাচনে সিসিটিভি স্থাপনের দাবি আবেদনকারী ৩ স্বতন্ত্র প্রার্থী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং জোরদার করার দাবি জানিয়ে স্বতন্ত্র তিন মেয়র প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন।  

এর আগে একই দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে আবেদন করেছেন তারা।

 

রোববার (৪ জুন) আড়াইহাজার পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার আব্দুল কাদিরের কাছে এ আবেদন করেন তিন প্রার্থী। এ সময় তিনজন নির্বাচনের বর্তমান নানা বৈরী পরিবেশ তুলে ধরেন তাদের কাছে।

এর আগে বুধবার (৩১ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে তিন প্রার্থী ও তাদের সমর্থকরা সিসিটিভি স্থাপনের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, আড়াইহাজার পৌরসভার নির্বাচনে সাবেক মেয়র হাবিবুর রহমান (জগ), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ (মোবাইল) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা (নারিকেল গাছ) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১২ জুন আড়াইহাজার পৌরসভা নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। সরকার যেহেতু সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর তাই তারা ইভিএমের সঙ্গে পৌরসভার এগারোটি কেন্দ্রের প্রতিটি বুথে সিসি ক্যামেরা স্থাপনের লিখিত আবেদন করেছেন।

আড়াইহাজার পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার আব্দুল কাদির বলেন, কমিশন নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলাদেশ সময়: ২:৪০ পিএম, জুন ৪, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।