ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুন ৫, ২০২৩
নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত  

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।  

সোমবার (৫ জুন) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন অটোরিকশার চালক পাপ্পু সরদার (৫০)। তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামে।  

অপর দুজন হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভীর আহমেদ চৌধুরী (২৪)। অটোরিকশাটি মহাদেবপুর থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে একটি ট্রাক মহাদেবপুরের দিকে যাচ্ছিল। পথে হাট চকগৌরী এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ অটোরিকশায় থাকা তিনজন নিহত হন। আর আহত হন দুজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অপরজনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, দুপুর ১টা ১০ মিনিটে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল আসি। এসে দেখি, একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে পড়ে আছে। পরে একে একে অটোরিকশার ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

ওসি মোজাফফর হোসেন বলেন, সবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।