ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘একবার ব্যবহার্য’ প্লাস্টিক বর্জনের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ৭, ২০২৩
পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘একবার ব্যবহার্য’ প্লাস্টিক বর্জনের আহ্বান

রাজশাহী: পরিবেশের ভারসাম্য রক্ষায় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জনের আহ্বান জানানো হয়েছে।  

‘একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করি, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বুধবার (৭ জুন) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন (৭ জুন) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই আলোচনা সভার আয়োজন করে।  

আলোচনা সভার শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বেলার রাজশাহী বিভাগীয় সমন্বায়ক তন্ময় কুমার স্যানাল।

এরপর আলোচনা সভায় প্লাস্টিকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে সবাই বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জীবনের সর্বক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্য যেমন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে, তেমনি সকল প্রাণবৈচিত্র্যও এখন ধ্বংসের পথে। এক সময় আমরা মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতাম। কিন্তু বর্তমানে প্লাস্টিকের তৈরি পণ্য বেশিমাত্রায় ব্যবহার করছি। এর ফলে মাটির তৈরি জিনিসপত্র এখন প্রায় হারিয়েই গেছে। প্লাস্টিক ব্যবহারের কারণে পরিবেশবান্ধব উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমাদের চারপাশে প্লাস্টিকের জন্য নদী-নালা, খাল-বিল তার নিজস্বতা হারিয়ে ফেলছে।

বক্তারা বলেন, দেশে ১২ লাখ মানুষ সরাসরি প্লাস্টিক উৎপাদনের সঙ্গে জড়িত। এর মধ্যে প্রায় পাঁচ হাজার কোম্পানি প্লাস্টিক উৎপাদন করছে। যার প্রতিফলন আমাদের পরিবেশে দেখা যাচ্ছে। সারাদেশে প্রতিদিন তিন হাজার টন প্লাস্টিক ব্যবহার হচ্ছে। এর মধ্যে একবার ব্যবহার করা প্লাস্টিকের সংখ্যা সবচেয়ে বেশি। পানীয় সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহার করছে। এসবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্লাস্টিক উৎপাদনের কাঁচামাল আমদানির ওপর অতিরিক্ত কর আরোপ করতে পারে।

আলোচনা সভায় রাজশাহীতে প্রচার অভিযানের মাধ্যমে প্লাস্টিক পণ্য নিয়ন্ত্রণের জন্য সিদ্ধান্ত হয়। এ সময় জানানো হয়, ক্রিস্টাল বায়োটেকের উদ্যোক্তারা এক ধরনের প্লাস্টিকমুক্ত ব্যাগ উদ্ভাবন করেছেন। এর ব্যবহার ও প্রচলন বাড়াতে সচেতনতা তৈরি করতে হবে। পরিবেশকে প্লাস্টিকমুক্ত করতে এমন উদ্যোক্তাদের নিয়ে সবাইকে একটা কমিউনিটির মাধ্যমে কাজ করতে হবে।

সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও কর্তাব্যক্তিরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, সবাই নিজ নিজ প্রতিষ্ঠানে প্লাস্টিক পণ্য ব্যবহার বর্জন করে পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহার করবেন।

সভায় বেসরকারি সংস্থা রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, রাজশাহী হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, ক্রিস্টাল বায়োটেকের উদ্যোক্তা ইফতেখারুল হক নিপু, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।