ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে স্ত্রীর যাবজ্জীবন, স্বামীর ৪ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ৮, ২০২৩
টাঙ্গাইলে স্ত্রীর যাবজ্জীবন, স্বামীর ৪ বছর কারাদণ্ড আদালতের রায়: প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাদক মামলায় স্ত্রীকে যাবজ্জীবন এবং স্বামীকে ৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (০৬ জুন) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হচ্ছেন, ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের বকুল সিকদারের স্ত্রী লিলি বেগম (৫২)। চার বছরের দন্ডপ্রাপ্ত হচ্ছেন বকুল সিকদার (৫৫)। বকুল সিকদার সিংগুরিয়া গ্রামের কালু সিকদারের ছেলে। রায়ে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের কথা বলা হয়েছে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, ২০১৫ সালের ২৮ নভেম্বর ঘাটাইল থানার পুলিশ অভিযান চালিয়ে সিংগুরিয়া গ্রামের বাড়ি থেকে লিলি বেগমকে ৩০ গ্রাম হেরোইনসহ এবং তার স্বামী বকুল সিকাদরকে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। ওই দিনই ঘাটাইল থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার উভয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দণ্ডপ্রাপ্ত দুইজনই রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।  

তিনি আরও জানান, রায়টি পেনডিং ছিল। বৃহস্পতিবার (০৮ জুন) বিচারক এ রায় প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।