ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ইলেকট্রিক দোকানে অভিযান-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ৮, ২০২৩
নওগাঁয় ইলেকট্রিক দোকানে অভিযান-জরিমানা

নওগাঁ: নওগাঁ শহরের চারটি ইলেকট্রিক পণ্যের দোকানে অভিযান পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ। এছাড়া অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, লোডশেডিং ও প্রচণ্ড গরম থাকায় কিছু ব্যবসায়ী চার্জার ফ্যানের দাম বেশি নিচ্ছেন এবং পণ্যের গায়ে কোনো মোড়ক ব্যাবহার করছেন না। এমন অভিযোগ পেয়ে দুপুরে শহরের বাটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বকুল টেলিকমকে ২ হাজার টাকা, হক ইলেকট্রনিককে ২ হাজার টাকা, মুকুল ইলেকট্রনিককে ২ হাজার টাকা ও উত্তরা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তাদের কথা চিন্তা করে প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।