ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ১০, ২০২৩
কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা ঘোড়ার দৌড়

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা বিলে দাড়িয়ালা আনসার ভিডিপি ক্লাবের আয়োজনে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় গোপালগঞ্জ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, মনিরামপুর, কেশবপুর, কয়রা, শ্যামনগরসহ বিভিন্ন এলাকার ৩২টি ঘোড়া অংশ নেয়।  

এর মধ্য থেকে প্রথম স্থান অধিকার করে টাইগার, দ্বিতীয় স্থান অধিকার করে বাহাদুর ও তৃতীয় স্থান অধিকার করে সোনার হরিণ।

প্রতিযোগিতা শেষে দাড়িয়ালা আনসার ভিডিপি ক্লাবের সভাপতি মো. ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

স্বাগত বক্তব্য দেন ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ফিরোজ হোসেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ১০, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।