ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে প্রশিক্ষণরত অবস্থায় বাউফল ইউএনওর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১১, ২০২৩
ভারতে প্রশিক্ষণরত অবস্থায় বাউফল ইউএনওর মৃত্যু মো. আল-আমিন

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ জুন) আনুমানিক সাড়ে ১১টার দিকে ভারতে বাংলাদেশের বেসামরিক কর্মচারীদের জন্য মাঠ প্রশাসনের ওপর মধ্য-ক্যারিয়ার প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণে থাকাকালীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।

এদিকে, তরুণ এই কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালীর নানান শ্রেণি-পেশার মানুষ। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসহ তার কর্মস্থল বাউফলের রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি কমকর্তা-কর্মচারী, সাংবাদিক ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।

আল-আমিন বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৩তম ব্যাচের একজন প্রশাসনিক কর্মকর্তা। ভারতে উত্তরখণ্ড প্রদেশের মিশরিতে ৪ জুন প্রশিক্ষণে যান। ১৮ জুন তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। এর আগে ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলে যোগ দেন আল-আমিন। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা ইউনিয়নের চুনাখালী গ্রামে। তিনি দুই কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবরে বাউফলে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আল-আমিনের স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তন নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।