ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
গাজীপুরে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় পোশাক কারখানার এক শ্রমিককে কুপিয়ে হত্যা।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

 

নিহত হলেন- বগুড়ার সারিয়াকান্দি থানার হাওরাখালী এলাকার চাঁন মিয়ার ছেলে সৈকত মিয়া (১৯)।  

এ ঘটনায় আপেল মাহমুদ আমিনুরকে (১৮) আটক করেছে পুলিশ। সে বগুড়ার শিবগঞ্জ থানার টেবাগাড়ি এলাকার খোকা মিয়ার ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানা‌য় চাকরি করতো আপেল মাহমুদ আমিনুর। রোজিনা আক্তার সামিয়া নামের এক পোশাক শ্রমিকের সঙ্গে আমিনুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই চলে কয়েক মাস। এক পর্যায়ে একই কারখানার শ্রমিক সৈকতের সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রোজিনা। বিষয়টি আমিনুর জানতে পারে। এ নিয়ে তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে সৈকত কারখানা থেকে বাসায় ফিরছিল। এসময় আগে থেকেই উৎপেতে থাকা আমিনুর ছুরি দিয়ে সৈকতকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা চিৎকার শুনে সৈকতের কাছে যায়। পরে সৈকতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আমিনুরকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
আরএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।