ঢাকা: রাজধানী রামপুরায় বনশ্রীতে আনোয়ার হোসেন নামে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
রাতে ২০০ ভরির কথা বলা হলেও আহত ব্যবসায়ী এখন বলছেন, ১৪০ আবার বলছেন ১০০ ভরি স্বর্ণ লুট হয়েছে তার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বাংলানিউজকে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বনশ্রী ডি ব্লকের তিনটি মোটরসাইকেলযোগে সাতজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ছিনতাইকারীদের অধিকাংশই মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তবে একজন ছিনতাইকারীর মাথায় ও মুখে কিছুই ছিল না। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ সবকিছুই দেখা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে রাতেই অভিযান শুরু হয়েছে, যেটা এখনো অব্যাহত আছে।
এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।
জানা গেছে, আহত আনোয়ার হোসেন ঢাকা মেডিকেল হাসপাতালের ১০২ নাম্বার ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি-ব্লকের সাত নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে। এরপর তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা সোনা নিতে টানা-হেঁচড়া করে। এক পর্যায়ে স্বর্ণ না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি করে। এরপর স্বর্ণ ও টাকা নিয়ে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে উঠে এলাকা থেকে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এজেডএস/এসএএইচ