ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

‘আপনি হয়তো আরও অর্থ আয় করবেন, কিন্তু আমাদের ভালোবাসা নয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, সেপ্টেম্বর ২৮, ২০২৫
‘আপনি হয়তো আরও অর্থ আয় করবেন, কিন্তু আমাদের ভালোবাসা নয়’ সাকিব আল হাসান

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানকে সমালোচনার শূলে চড়িয়েছেন শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে ছবি পোস্ট করায় সাকিবের উদ্দেশে সাবরিনা বলেছেন, ‘মেইবি ইউ ক্যান আর্ন আ ফিউ মোর ক্রোরস, বাট নট আওয়ার লাভ অ্যাগেইন! (আপনি হয়তো আরও কিছু কোটি (টাকা) আয় করতে পারবেন, কিন্তু আমাদের ভালোবাসা আর পাবেন না!)

রোববার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন।

এদিন সন্ধ্যায় আলোচিত-সমালোচিত ক্রিকেটার সাকিব পতিত স্বৈরাচার হাসিনার সঙ্গে তার একটি ছবি পোস্ট করে ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন আপা’।

এই পোস্টেরই স্ক্রিনশট যুক্ত করে সাবরিনা তার পোস্টে বলেন, ‘আমার ভাই সৈকত ক্রিকেট খেলতে অনেক ভালোবাসতো! ছোট থেকেই তার ইচ্ছা ছিলো বড় হয়ে ক্রিকেটার হবে! কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে আসলে এই চাওয়াগুলো বেশি বেশি, তাই আর আমার ভাইয়ের ক্রিকেটার হওয়া হলো না!’

‘এই ক্রিকেট খেলা নিয়ে কত যে মাইর-বকা খাইসে বাসায়! একবার রেজাল্ট খারাপ করসিলো বলে ওর ক্রিকেট ব্যাটও উঠায়ে রাখা হইসিলো! বাংলাদেশের মানুষের কাছে, ছোট ছোট ছেলে-মেয়ের কাছে, বাচ্চাদের কাছে, ক্রিকেট মানেই সাকিব! আমাদের সাকিব-আল-হাসান! আমার ভাই সাকিব বলতে অজ্ঞান ছিল! আমার বিশ্বাস, যতগুলো বাচ্চা মারা গিয়েছিলো আন্দোলনে, সবারই তাই! যেই বাচ্চাগুলো এখন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, তারাও তাই! সাকিব ফ্যান!’

সাবরিনা লেখেন, ‘এই সাকিব, যেদিন শহীদ নাফিজ মারা গেলো, রিক্সায় তার মৃতদেহের কপালে বাংলাদেশের পতাকা বাঁধা ছিলো-আমরা সবাই তার পোস্টের আশায় আশায় ছিলাম যে এবার তো সাকিবের পক্ষ থেকে একটা প্রতিবাদমূলক পোস্ট পাবোই!! কিন্তু না, সে আমোদ-ফূর্তিতে পোস্ট করলো, ‘আ ওয়েল স্পেন্ট ডে ইন টরোন্টো’! এই পুরো জেনারেশনের মন সেদিন এই সাকিব ভেঙে দিয়েছিল! তবুও, সুশীলেরা আস্তে আস্তে তাকে মাফ করে দিচ্ছিল, যে কিইবা করার ছিল, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা ইত্যাদি ইত্যাদি!’

‘কিন্তু এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায়, আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি, কে কতখানি দালাল! আমার ভাইরে সামনে পাইলে এখন থাপড়াইতাম, দেখাইতাম যে দেখ, এই দালালের ফ্যান ছিলি তুই! তোর, তোদের মৃত্যুতে এই দালালের বাচ্চাদের কিচ্ছু হয় নাই, তারাও সমানভাবে দায়ী!’

শহীদ সৈকতের বোন বলেন, ‘আমি চাই এরা প্রত্যেকে যাতে সন্তান হারানোর কষ্ট উপলব্ধি করে! প্রত্যেকে! সব্বাই!’

‘Shakib Al Hasan-আপনাকে অনেক অনেক ঘেন্না! অনেক ঘেন্না! সামনে পাইলে একদলা থুথু মারতাম! আপনার মাঝে অতটুকু ট্যালেন্ট ছিল যে পা না চাটলেও সাক্সেসফুল হইতেন! বাট, ইউ চোজ টু লিক হার ফিট! কিপ লিকিং ইট। বাই দিস, মেইবি ইউ ক্যান আর্ন আ ফিউ মোর ক্রোরস, বাট নট আওয়ার লাভ অ্যাগেইন!’

এনডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।