ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে অটোচালক নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুন ১১, ২০২৩
মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে অটোচালক নিহত, আহত ৪ সম্রাট শেখ

বাগেরহাট: জেলায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে মো. রফিক খান (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ওই যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১১ জুন) বিকেল ৩টায় চিতলমারী উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন চৌরাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতকারী সম্রাট শেখ (২২) উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের আকরাম শেখের ছেলে। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মো. রফিক খান একই উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন, আড়ুয়াবর্নী চরপাড়া এলাকার মতিয়ার রহমান শেখের ছেলে রায়হান শেখ (২৭), পাটরপাড়া এলাকার আলমগীরের ছেলে তানভির (২৪), হিজলা এলাকার কবির মোল্লার ছেলে আবু সাঈদ (২৪) ও কচুয়া উপজেলার ধোপাখালি গ্রামের আমিনুর রহমান (২৫)। তাদের মধ্যে অবস্থা গুরুত্বর হওয়ায় রায়হানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী নাজমুল মোল্লা বলেন, হঠাৎ করেই দেখি সম্রাট দৌড়ে এসে যাকে সামনে পাচ্ছেন তাকে ছুরি মারছেন। সঙ্গে আজেবাজে কথা বলছেন। ভয়ে কেউ সম্রাটের কাছে যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে সম্রাটকে গ্রেপ্তার করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতকারী সম্রাট শেখকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে তিনি ছুরিকাঘাত করেছেন, তা জানার চেষ্টা চলছে। এর সঙ্গে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।