ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ১১, ২০২৩
শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়  ঘোড়দৌড় 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১১ জুন) বিকেলে শ্যামনগর সদর ইউনিয়নের মাজাট বাজুয়ার বিলে নকিপুর মাজাট এলাকাবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে।

 

প্রতিযোগিতায় সাতক্ষীরা ছাড়াও পার্শ্ববর্তী যশোর, অভয়নগর, গোপালগঞ্জ, নোয়াপাড়া, কেশবপুর, লোহাগড়া, পাটকেলঘাটাসহ বিভিন্ন এলাকার ১৫টি ঘোড়া অংশ নেয়।  

ঘোড়দৌড় দেখতে শ্যামনগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ মাজাট বাজুয়ার বিলে ভিড় করেন। চারপাশে দাঁড়িয়ে হাজারো দর্শক ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন। এতে সেখানে উৎসবের আমেজ তৈরি হয়।

প্রতিযোগিতায় প্রথম হন অভয়নগরের তৌকির মোল্লা, দ্বিতীয় লোহাগড়ার শিমুল শেখ ও তৃতীয় হয়েছে পাটকেলঘাটার আব্দুল ওহাব।  

প্রতিযোগিতা শেষে স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গাজী মিজানুর রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গণি, সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফরিদা বেগম, বিশিষ্ট সমাজসেবক কাওসার মাঝি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।