ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দলগত ধর্ষণ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
দলগত ধর্ষণ, আটক ২

ঢাকা: মাদারীপুরের শিবচর এলাকায় বহুল আলোচিত দলগত ধর্ষণের একটি মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।  

গ্রেফতার আসামিরা হলেন- হাসান মোল্লা (২১) এবং মেহেদী শিকদার (২১)।

সোমবার (১২ জুন) র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

মহিউদ্দিন আহমেদ বলেন, রোববার রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারা মাদারীপুর জেলার শিবচর থানার নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলার (নং-১৪) এজাহারভুক্ত আসামি। মামলাটি দায়ের হওয়ার পর থেকেই তারা পালিয়ে যান। পরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিলেন।  

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসজেএ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।