ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক কোম্পানি সংশোধন বিল পাসের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
ব্যাংক কোম্পানি সংশোধন বিল পাসের সুপারিশ

ঢাকা: ব্যাংক কোম্পানি আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপিত বিল পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত এ সংক্রান্ত সুপারিশ সম্বলিত প্রতিবেদন সংসদে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মো. আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কাজী নাবিল আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল-২০২৩’ পাসের সুপারিশ ছাড়াও ‘আয়কর বিল-২০২৩’ নিয়ে আলোচনা হয়। বিলটি নিয়ে আলোচনার মাধ্যমে সুপারিশ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় ওই বিলের দফা ২(৮৭), ২৬৪(৩)(২২) এবং ষষ্ঠ তফসিলের প্রস্তাবিত ২৭ নং দফায় সংশোধনী প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।