ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মধুখলাীতে বাস চাপায় প্রাণ গেল কারারক্ষীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
মধুখলাীতে বাস চাপায় প্রাণ গেল কারারক্ষীর

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস চাপায় সিয়াম মণ্ডল (২৭) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১২ জুন) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার নাওয়াপাড় ইউনিয়নের আড়কান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম মণ্ডল মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কাটাখালী গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি কেরানিগঞ্জ কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার ৩ বছরের একটি ছেলে রয়েছে।  

স্থানীয়রা জানায়, বিকেল সোয়া পাঁচটার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি লোকাল বাস মোটরসাইকেল আরোহী সিয়াম মণ্ডলকে সামনের দিক থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহত সিয়ামের পরিবার জানায়, সিয়াম ছুটি নিয়ে সকালে তার কর্মস্থল কেরানিগঞ্জ থেকে মধুখালী বাড়ির উদ্দেশে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। বাড়ির থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস চাপায় তিনি ঘটনাস্থলে নিহত হন।  

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। এছাড়া তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।