ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় গভর্নমেন্ট অ্যান্ড টেন্ডারার্স ফোরামের (জিটিএফ) কর্মশালা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
মাগুরায় গভর্নমেন্ট অ্যান্ড টেন্ডারার্স ফোরামের (জিটিএফ) কর্মশালা 

মাগুরা: মাগুরায় গভর্নমেন্ট অ্যান্ড টেন্ডারার্স ফোরামের (জিটিএফ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) আইএমইডি এর পরিচালক ড. মো. আকনুর রহমান।  

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থান করেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন এর পরিচালক ড. জিনাত সুলতানা। কর্মশালার সমন্বয়ক ছিলেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুস সালাম।  

মূল প্রবন্ধে জানানো হয়, বর্তমানে প্রায় সব সরকারি সংস্থা ই-জিপির আওতায় এসেছে। ফলে দরপত্র প্রক্রিয়াকরণের গড় সময় কমেছে। বর্তমানে দেশে সরকারি ক্রয়ে ব্যয়ের ৬৫ শতাংশ ই-জিপির মাধ্যমে হচ্ছে। ২০১১ থেকে এ পর্যন্ত ই-জিপিতে আহ্বানকৃত দরপত্রের সংখ্যা ৬ লাখ ৮৯ হাজারেরও বেশি। প্রায় ১ লাখ ৬ হাজার ১৯০ এর বেশি দরদাতা ই-জিপিতে নিবন্ধিত হয়েছেন। ১ হাজার ৪৩৭টি সরকারি ক্রয়কারী সংস্থা ই-জিপিতে নিবন্ধিত হয়েছেন।  

প্রধান অতিথি ড. মো. আকনুর রহমান জানান, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের কারণে দেশে কাগজের ব্যবহার কমে আসবে। ফলে কার্বন নিঃসরণ কমে আসবে। বর্তমান সরকার আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে। আগামী দিনে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সবার সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জেল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহাদাত হাসান মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ঠিকাদারসহ ৭৫ জন অংশ নেন। বিশ্ব ব্যাংকের সহায়তায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবানাধীন-ডিজিটাইং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।