ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ২ ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীতে ট্রাকচাপায় দলিল লেখকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাঘহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মির্জা আবু হানিফের ছেলে শাহাদাৎ হোসেন (৫৮) । সে নরসিংদীতে দলিল লেখকের কাজ করতো। অপর নিহত হলেন একই গ্রামের আব্দুর রহমান (৭০)।

নিহতের স্বজনরা জানান, দুপুর দেড়টার দিকে শাহাদাৎ পার্শ্ববর্তী এলাকার একজনকে নিয়ে মাধবদী থেকে অটোরিকশা যোগে নরসিংদী রেজিস্ট্রি অফিসে আসছিল। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাঘহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুর রহমান নিহত হন। ওই সময় অটোরিকশায় থাকা আরও দুইজন আহত হয়। পরে শাহাদাৎ হোসেনসহ দুইজনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইটাখোলা পুলিশ ফাঁড়ির এসআই কবির হোসেন ভূইয়া বলেন, মাধবদী থেকে নরসিংদী আসার পথে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।