ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
কালাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু  ফাইল ফটো

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে রনি মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৬ জুন) গভীর রাতে পুনট-মোসলেমগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

রনি জয়পুরহাটের কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার পুনট বাজারে এক ভুসি মালের দোকানে কাজ করতেন রনি। কাজ শেষে বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে বের হলে পথে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।  পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। এরপর পরিবারের সদস্যরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বৃষ্টির মধ্যে রনি সাইকেল চালিয়ে তার বাড়িতে যাওয়ার সময় পথে বজ্রপাতে মারা যান।  

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।