ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার দাবি

পিরোজপুর: দেশের সব রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  

শনিবার (১৭ জুন)  দুপুরে শহরের শহীদ মিনার সড়কে বেসরকারি সংস্থা রূপান্তর এ মানববন্ধনের আয়োজন করে।

 

নেছারাবাদ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার নারী জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও’র নেতারা অংশ নেয়।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নারী জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুসারে সব রাজনৈতিক সংগঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলই এ শর্ত পূরণ করেনি। তাই ২০২৫ সালের আগে সব রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।