আমাদের দেশে গত সাড়ে ১৫ বছরে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত আইনজীবী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বুধবার (৩০ জুলাই) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সরকারি সার্ভিস অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমাদের দেশে গত সাড়ে ১৫ বছরে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। একজন বিচার ব্যবস্থার ব্যক্তি হিসেবে এটুকু বলতে পারি তখন যারা আইনের দায়িত্বে ছিলেন ধারক ছিলেন তারা মানুষের অধিকার রক্ষা কারার জন্য বা মানবাধিকারের জন্য কাজ করেনি।
তিনি বলেন, আজকে যে আইনের খসড়া আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিচার ব্যবস্থা যেন স্বাধীন হয়ে কাজ করতে পারে। একইসঙ্গে এই ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত থাকবেন তারা যেন মেধা, সততার সঙ্গে কাজ করতে পারেন। একইসঙ্গে তাদের মেধাকে কাজে লাগিয়ে আইনকে সামনে তুলে ধরে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই এই আইন করা হচ্ছে।
আদিলুর রহমান খান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার। তাদের দায় হচ্ছে ১৪শ শহীদের প্রতি ও অসংখ্য আহতদের প্রতি এবং দেশের জনগণের প্রতি। তাই প্রতিটি কাজ করার ক্ষেত্রে আমাদের সেটা মাথায় রাখতে হবে।
তিনি বলেন আমি ভীষণভাবে আশা করি যে, আমি খুব শিগগিরই আমরা আমাদের পেশায় ফিরে যাবো। একজন আইনজীবী হিসেবে আবারও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। তখন যেন এই কোরীয় প্রসিকিউশন সার্ভিস বা অ্যার্টানি জেনারেল সার্ভিস স্বাধীনভাবে কাজ করতে পারে এবং আইনকে তুলে ধরতে পারে।
শিল্প উপদেষ্টা বলেন, দেশের সংবিধান পরিবর্তিত হয়ে আশা করি মুজিববাদি সংবিধানের বাইরে নতুন করে গড়ে উঠবে। সেই জায়গায় দাঁড়িয়ে যেন কাজ করতে পারি।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার ৭ ও ৯ ধারা কার্যকর হলে সিনিয়র আইনজীবী সংকট হবে।
সিনিয়র আইনজীবীদের সলিসিটরের অধীনস্থ হওয়া নিয়ে আপত্তি জানান তিনি।
জিসিজি/এএটি