ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম রাশেদুল হাসান রঞ্জন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।

শুক্রবার (১৬ জুন) গভীর রাতে রাশেদুল হাসান রঞ্জনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

শনিবার (১৭ জুন) দুপুরে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজনের অভিযোগের ভিত্তিতে রাশেদুলকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, সমাবেশে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে রাশেদুল হাসান রঞ্জনকে আটক করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বলেন, শুক্রবার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে রাশেদুল হাসান রঞ্জন স্লোগান দিয়েছেন, ‘এ লড়াই হাসিনা মারার লড়াই, এ লড়াই আওয়ামী লীগ মারার লড়াই’। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ধরনে স্লোগানের মাধ্যমে নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।