ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়ায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
কালিয়ায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা 

নড়াইল: নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে শেখ আব্দুর রহমান নামে এক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা এ জরিমানা করেন।

 

জরিমানাপ্রাপ্ত আব্দুর রহমান উপজেলার পার বিষ্ণুপুর গ্রামের ছদোর শেখের ছেলে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নবগঙ্গা নদীর দেয়াডাঙ্গা- নোয়াগ্রাম এলাকায় বালু মহাল ইজারা নিয়েছেন আব্দুর রহমান। গতকাল মঙ্গলবার (২০ জুন) দিনগত রাতে আব্দুর রহমান নোয়াগ্রাম সীমানার বাইরে গিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে উপজেলা প্রশাসনকে জানালে আব্দুরসহ ছয়জনকে আটক করে কালিয়া থানা পুলিশ। পরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনু সাহার ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। এ সময় ইজারাদার আব্দুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনু সাহা বাংলানিউজকে বলেন, বালু মহল ইজারা নিয়ে অন্য এলাকায় বালু উত্তোলন করার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।