ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক থেকে মালিকের টাকা তুলে চালক হাওয়া!  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ব্যাংক থেকে মালিকের টাকা তুলে চালক হাওয়া!  

ঢাকা: রাজধানীর মুগদা এলাকা থেকে ২১ লাখ ৪৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৯ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মো. রাসেল মিয়া ও মো. সজিব।

বুধবার (২১ জুন) ঢাকার সাভার ও গাজীপুর সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর।

তিনি জানান, গত ১৮ জুন দুপুরে মাসুম পারভেজ নামে এক ব্যক্তি তার বোনের ব্যবসার ২১ লাখ ৪৬ হাজার টাকা মতিঝিলের ব্যাংক থেকে উঠিয়ে বাসায় নিয়ে যাওয়ার জন্য চালক রাসেলকে প্রাইভেটকারসহ পাঠান। রাসেল ব্যাংক থেকে টাকা গ্রহণ করে পারভেজকে জানান তিনি টাকা বুঝে পেয়েছেন। এরপর পারভেজ রাসেলকে টাকাগুলো বাসায় তার মায়ের কাছে দিয়ে আসতে বলেন। দীর্ঘসময় পর রাসেল টাকা পৌঁছে না দিলে তার মোবাইল নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, রাসেল বাসার গ্যারেজে প্রাইভেটকার রেখে তার সহযোগী সজিবের সহায়তায় টাকা নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় মুগদা থানায় মামলা দায়েরের পর তদন্তকালে তথ্যপ্রযুক্তি সহায়তায় সাভারের হেমায়েতপুর ও গাজীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ লাখ ২৭ হাজার টাকাসহ রাসেল ও সজিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি জামাল।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।