ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ব্রিটেনের রাজার জন্ম দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ২২, ২০২৩
ঢাকায় ব্রিটেনের রাজার জন্ম দিবস উদযাপন

ঢাকা: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্ম দিবস ঢাকায় উদযাপন করা হয়েছে।

বুধবার (২১ জুন) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের আয়োজনে জাঁকালোভাবে এ জন্মদিন উদযাপন করা হয়।



রাজধানীর একটি হোটেলে আয়োজিত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।  

অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে ফেরার পথে যুক্তরাজ্যে যাত্রা বিরতি নিয়েছিলেন। সে সময় থেকেই যুক্তরাজ্যের সঙ্গে আমাদের গভীর সম্পর্কের সূচনা হয়। গত ৫০ বছরে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি  জনগণের সম্পর্ক বেড়েছে।

আগামীতে এ সম্পর্ক আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন  কুক বলেন, ব্রিটেনের রাজার জন্মদিন পালন আজ একটি আনন্দের মুহূর্ত। এই জন্মদিন উদযাপন ব্রিটেনের  বহুমুখী সংস্কৃতির প্রতিফলন।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্য  জলবায়ু ঝুঁকি মোকাবিলা, বাণিজ্য, নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যুতে একযোগে কাজ করছে। দুই দেশের বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধাও রয়েছে।  বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার জন্যও তাগিদ দেন ব্রিটিশ হাইকমিশনার।

জন্মদিন উদযাপন অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।  অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

টেনের রাজা তৃতীয় চার্লস ১৯৪৮ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। তবে জন্মদিনের পাবলিক উদযাপন হিসেবে ১৭ জুন একই বছরে দ্বিতীয়বারের মতো জন্মদিন পালন করেন তিনি। এবার সিংহাসন আরোহণের পর প্রথমবারের মতো জন্মদিন উদযাপিত হলো।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।