ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আফতাব নগরে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
আফতাব নগরে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

ঢাকা: রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুই শ্রমিক হলেন- রবিউল (৩৫) ও সুমনসহ (৩৮)।

তিনি জানান, আফতাবনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় রবিউল ও সুমনসহ আরও দুই শ্রমিক মাচা ভেঙে নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে রবিউল ও সুমন মারা যান। অপর আহত শ্রমিক সাঈদ ও কামাল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থাও ভালো না।

তিনি আরও জানান, আফতাবনগরে একটি ভবনের চার তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।