ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া

গাজীপুর: বেতন বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

শনিবার (২৪ জুন) বিকেলে এম এস টেক্সটাইল কারখানার শ্রমিকরা বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ করেন।  

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, গত ৩১ মে মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত এম এস টেক্সটাইল কারখানার এক শ্রমিক নিখোঁজ হন। এরপর কারখানা কর্তৃপক্ষের কাছে নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধান চান শ্রমিকরা। এ নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন এবং কারখানার কর্মকর্তাদের মারধর করেন। ওই ঘটনার জেরে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা বেতন ও ঈদুল আজহার বোনাস না পেয়ে এবং কারখানা চালুর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।  

গাজীপুর শিল্প পুলিশের (কোনাবাড়ী অঞ্চল) সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ইট পাটকেল ছুড়ে। পরে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়েছে। এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।