ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারী-মদ নিয়ে ভাইরাল আ. লীগ নেতাকে বাঁচাতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
নারী-মদ নিয়ে ভাইরাল আ. লীগ নেতাকে বাঁচাতে মানববন্ধন

পিরোজপুর: কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ বেপারীর কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি মদ ও নারীসঙ্গ নিয়ে আনন্দ করছেন। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়।

এবার নতুন এ ঘটনায় খবরের শিরোনাম হলেন তিনি।

আশুতোষ বেপারীকে রক্ষা করতে তার এলাকায় তাকে নিয়ে মানবন্ধন হয়েছে। শনিবার (২৪ জুন) উপজেলার দীর্ঘায় শেখ হাসিনা ব্রিজ সংলগ্ন একটি স্থানে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই অবশ্য জানিয়েছেন, আশুতোষ বেপারীর নিজস্ব কিছু লোকের চাপের মুখে পড়ে তারা মানববন্ধনে অংশ নেন। তবে চেয়ারম্যানের অনৈতিক কাজের বিচার তারা দাবি করেন।

তারা আরও বলেন, নাম প্রকাশ করলে চেয়ারম্যানের লোকজন তাদের প্রতি ক্ষুব্ধ হবে। চেয়ারম্যানও ক্ষুব্ধ হবেন।

এ ব্যাপারে চেয়ারম্যান বা তার লোকজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয়রা অনেকেই জানিয়েছেন, মদ ও নারী কেলেঙ্কারি ধামাচাপা দিতে কয়েকজন নারী-পুরুষকে জোর করে নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউপির চেয়ারম্যান আশুতোষ বেপারী ওই মানববন্ধন করান।

উল্লেখ্য, গত ১৫ জুন বাংলানিউজে ‘মদ হাতে, পাশে দুই নারী, উন্মত্ত আ. লীগ নেতার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সম্প্রচার মাধ্যমেও এ ব্যাপারে সংবাদ হয়। সারা দেশে বিষয়টি আলোচনা-সমালোচনার জন্ম দেয়। আশুতোষ বেপারীকে দলীয় পদ থেকে বহিষ্কারেরও দাবি ওঠে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি সুসজ্জিত কক্ষে বিবস্ত্র অবস্থায় এক নারীকে নিজ হাতে মদ খাইয়ে দিচ্ছেন আশুতোষ বেপারী। অন্য একটি ছবিতে তাকে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে দেখা যায়। আরেকটি ছবিতে তাকে অন্য এক নারীর সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।