ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিএনজিচালিত অটোরিকশা চালক মামুন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ইম্মে সরাবন তহুরা এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গাফফার ও মাসুদ রানা ওরফে মাসুদ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

এর আগে, ২০১২ সালে ৫ সেপ্টেম্বর নিহত সিএনজি চালক মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।