ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
দিনাজপুরে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা

দিনাজপুর: ‘শুভ কাজে, সবার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালের কণ্ঠ শুভসংঘ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছে। এরই ধারাবাহীকতায় দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় দিনাজপুরের অসচ্ছল নারীদের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন।

পাশাপাশি এসব নারীদের স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে প্রশিক্ষণ।  

বসুন্ধরার এমন মহতী উদ্যোগ সারা দেশেই ছড়িয়ে দিচ্ছেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা।

রোববার (২৫ জুন) দিনাজপুর পৌর এলাকার খোদ মাধবপুর মিস্ত্রিপাড়ায়  বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।  

প্রধান অতিথির বক্তব্য ইমদাদুল হক মিলন বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তবে সব জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন করতে কিছুটা সময় লাগবে। বসুন্ধরা গ্রুপ সরকার পাশে থেকে অসচ্ছল নারী, মেধাবী গরিব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, প্রত্যন্ত অঞ্চলে শুভসংঘ স্কুল নির্মাণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পন্ন করছে। সমাজে অনেক অবহেলিত, স্বামী পরিত্যক্তা নারী রয়েছেন। সেলাই প্রশিক্ষণ শেষে তাদের সেলাই মেশিন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা নিজেদের প্রয়োজন ছাড়াও কাপড় সেলাই করে বাড়তি আয়ের সুযোগ পাবেন। তারা নিজেরাই পরিবারের জন্য অর্থ যোগান দিতে পারবেন।

তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপ প্রতি মাসে ৩ হাজার শিক্ষার্থীকে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত উপবৃত্তি দেয়। সারাদেশে ১০০টি শুভসংঘ স্কুল নির্মাণের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ইতোমধ্যে ১০টি শুভসংঘ স্কুল নির্মাণ ও স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতেও এদেশের মানুষের পাশে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবলেন, বসুন্ধরা গ্রুপ এদেশের মানুষের উন্নয়নের জন্য স্কুল নির্মাণ, সেলাই মেশিন প্রদান, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ যেভাবে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, দেশের অন্যান্য গ্রুপ ও বৃত্তশালীরা যদি বসুন্ধরা গ্রুপের মতো এগিয়ে আসে তাহলে, একটি সুন্দর সচ্ছল সমাজ গড়ে উঠবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যেসব স্কুল নির্মাণ করছে বসুন্ধরা গ্রুপ সেখান থেকে পিছিয়ে পড়া অনেকেই শিক্ষা নিতে পারবে।  

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালসহ কালের কণ্ঠ শুভসংঘের দিনাজপুর জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৫,২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।