ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পালিয়ে থেকেও রক্ষা পাননি ১১ ওয়ারেন্টের আসামি রানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
পালিয়ে থেকেও রক্ষা পাননি ১১ ওয়ারেন্টের আসামি রানা

বরিশাল: বরিশাল নগরের ত্রিশ গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রেজভী হোসেন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

রেজভী হোসেন রানা দোয়ারিকা এলাকার মোবারক হোসেন মন্টুর ছেলে। রানা একটি ইটের ভাটার মালিক।

এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, অর্থ আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার মো. রেজভী হোসেন রানার বিরুদ্ধে একাধিক জাল-জালিয়াতির মামলা রয়েছে। তার নামে ১১টি ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আর বেশ কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পাঁচটি সাজার ওয়ারেন্টও ছিল। এ কারণে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, নগরের ত্রিশ গোডাউন এলাকায় রানা একটি বৈঠকে বসছেন।
পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মূলত তিনি নিজের ইটের ভাটা বিক্রি করে এলাকা ছাড়তে চাইছিলেন।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।