ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শেষ কর্মদিবসে সড়কে বাড়তি চাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
শেষ কর্মদিবসে সড়কে বাড়তি চাপ

ঢাকা: ঈদের আগে শেষ কর্মদিবস আজ সোমবার (২৬ জুন)। শেষ কর্মদিবসে অফিস শেষ করে গ্রামের বাড়ি ফিরবে রাজধানীর হাজার হাজার মানুষ।

ফলে বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে গাড়ির চাপ বেড়ে যাবে ও যানজটের সৃষ্টি হবে। তবে সকালের চিত্রও ভিন্ন নয়। বিশেষ করে রাজধানীর বাস টার্মিনাল ও শহর থেকে বের হওয়ার রাস্তাগুলোতে প্রচুর গাড়ির চাপ দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জটের পরিমাণ আরও বাড়ছে।

সোমবার (২৬ জুন) রাজধানীর শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

দেখা যায়, সকাল থেকে রাজধানীর এসব এলাকায় যানচলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ ছিল বেশি। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকে অফিসের নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করেছেন। যেন দ্রুত বেরুতে পারেন। অফিস শেষ করে সবাই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালমুখী হবেন। সে সময় যানজট আরও বাড়তে পারে।  

কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে হালকা যানজট শুরু হয়েছে।

আসিফুর রহমান নামে এক ব্যক্তি বলেন, ঈদের আগে আজ শেষ কর্মদিবস। তাই একটু দ্রুতই বাসা থেকে বের হয়েছি। বাসার সবাইকে আগেই গ্রামে পাঠিয়ে দিয়েছি। বিকেল ৪টায় অফিস শেষ করে আমি সোজা গ্রামের বাড়ি রওনা হবো, সেভাবেই বের হয়েছি। এখন তো জ্যামের দেখা সেভাবে নেই, তবে বিকেলে কী হবে বলতে পারছি না।

এই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শকরা জানান, আজ রাস্তায় গাড়ির প্রচুর চাপ হবে। এখন সেভাবে চাপ না থাকলেও বিকেলে চাপ বাড়বে। ঈদযাত্রা শেষ না হওয়া পর্যন্ত এই চাপ থাকবে। তবে ট্রাফিক পুলিশ যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

এদিকে বাড্ডা এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সে এলাকাতেও একই অবস্থা। যানজট নিয়ে ওই এলাকার দায়িত্বরত ট্রাফিক সার্জন দেবপ্রিয় জানান, আজ প্রচুর গাড়ি বাড্ডা হয়ে কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় যাচ্ছে। ফলে রাস্তায় গাড়ির প্রচুর চাপ। তবে গাড়ির চাপ হলেও থেমে থেমে যানবাহন চলছে।  

এদিকে গাবতলী বাস টার্মিনালগামী যানবাহনের চাপের কারণে নিউমার্কেট থেকে মিরপুর রোডে গাড়ির চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল এলাকার আশপাশেও বেশ যানজট রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এইচএমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।