ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
বোয়ালমারীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

ফরিদপুর: জেলার বোয়ালমারী পৌরসভার একটি গ্রামে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তাইজুল মোল্যা (১৪) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২৬ জুন) সকাল ১১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এছাড়া পুলিশ নির্যাতনের শিকার হওয়া কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠিয়েছে।

জানা যায়, ওই কিশোরীর পরিবার সরকারি ডিগ্রি কলেজের পেছনের একটি বাড়িতে ভাড়া থাকেন। গত ২৪ জুন সকাল ১১টায় ওই কিশোরী গোসল খানায় গোসল করতে যায়। এ সময় জুবায়ের মোল্যার ছেলে তাইজুল মোল্যা গোসল খানায় ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনা কাউকে না বলার জন্য কিশোরীকে হুমকি দেয় তাইজুল। কিশোরী তার সঙ্গে ঘটা ঘটনা মায়ের কাছে  জানায়। পরে তার বাবা বাদী হয়ে সোমবার তাইজুলকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলা নং ১৯।  

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া নির্যাতিত কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।