ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বৃষ্টিস্নাত ঈদের ছুটি উপভোগ করছেন নগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
বৃষ্টিস্নাত ঈদের ছুটি উপভোগ করছেন নগরবাসী ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ঈদুল আজহায় রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা। এরই মধ্যে সকালের আকাশে সোনালি রোদ উঠলেও দুপুরের পর থেকে শুরু হয়েছে বৃষ্টি।

 

ঈদের দ্বিতীয় দিনও অনেকে পশু কোরবানি করেছেন নগরীতে। দুপুরের পর শুরু হওয়া বৃষ্টির পানিতে রাজধানীর বিভিন্ন এলাকার বাড়ির সামনে কোরবানির পশু জবাইয়ের পর রক্ত ও ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে।  

বৃষ্টিতে নগরবাসীও অনেকটা স্বস্তিতে রয়েছেন। খুব প্রয়োজন ছাড়া নগরীর ওলি-গলিতে তেমন মানুষের চলাফেরা দেখা যায়নি।  

ঈদের ছুটিতে নগরীর সড়কেও খুব সীমিত পরিমাণে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত প্রাইভেটকার ও মোটরসাইকেল বেশি থাকলেও সার্বিকভাবে যানবাহন চলাচলের পরিমাণ কম।

শুক্রবার (৩০ জুন) ঈদের দ্বিতীয় দিন রাজধানীর সেগুনবাগিচায়, পল্টন, মগবাজার, রামপুরা, মহানগর প্রজেক্ট, উত্তরা এলাকা সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।  

পল্টন এলাকায় বসবাস করেন আমির মোহাম্মদ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ঈদুল আজহায় ছুটিতে আছেন। তিনি তার পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। পথে বৃষ্টিতে আটকে গেছেন।  

তিনি বলেন, ঈদের দিন তো সবাই পশু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকেন তাই কোথাও বেড়াতে যাওয়া হয় না। ঈদের পরদিন আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়ে বৃষ্টিতে আটকে গেছি। এখন বৃষ্টি থাকলেই যেতে হবে।  

আমির মোহাম্মদ বলেন, ঈদের সময় এমনিতেই সবকিছুতে ভাড়া বেশি থাকে। বৃষ্টির কারণে এখন কোনো যানবাহনই পাওয়া যাচ্ছে না।  

প্রচণ্ড বৃষ্টিতে অনেকে ঈদের ছুটি উদযাপন করছেন। আবার অনেকের ঈদ পরবর্তী বিভিন্ন অনুষ্ঠান বা ঘুরে বেড়ানো হচ্ছে না। তবে সব মিলিয়ে বৃষ্টিস্নাত ঈদের ছুটি উপভোগ করছেন নগরবাসী।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।